সাত্তোরে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা
ললিতা মঙ্গলমের নেতৃত্বে সাত্তোরে গেল জাতীয় মহিলা কমিশনের পাঁচ সদস্যের দল। কমিশনের সদস্যরা কথা বলেন নির্যাতিতার সঙ্গে। তাঁরা কথা বলেন, তাঁর পরিবারের সঙ্গেও। সূত্রের খবর, গোটা ঘটনায় জেলার পুলিস প্রশাসনের কাছেও রিপোর্ট তলব করতে পারে জাতীয় মহিলা কমিশন।
ওয়েব ডেস্ক: ললিতা মঙ্গলমের নেতৃত্বে সাত্তোরে গেল জাতীয় মহিলা কমিশনের পাঁচ সদস্যের দল। কমিশনের সদস্যরা কথা বলেন নির্যাতিতার সঙ্গে। তাঁরা কথা বলেন, তাঁর পরিবারের সঙ্গেও। সূত্রের খবর, গোটা ঘটনায় জেলার পুলিস প্রশাসনের কাছেও রিপোর্ট তলব করতে পারে জাতীয় মহিলা কমিশন।
গতকাল নির্যাতিতার সঙ্গে কথা বলতে সাত্তোরে যান সিআইডির চার সদস্যের একটি দল। নির্যাতিতার পাশাপাশি এদিন দীর্ঘক্ষণ গোয়েন্দারা কথা বলেন তাঁর স্বামীর সঙ্গে। অন্যদিকে, মামলা তুলে নেওয়ার জন্য তৃণমূল নেতারা লাগাতার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। এমনকি টাকা দিয়ে মুখ বন্ধ করারও চেষ্টা চলছে। পরিস্থিতির জেরে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাত্তোরের নির্যাতিতার পরিবার।