ডাইনি সন্দেহে খুন, পুলিস নিষ্ক্রিয়

ডাইনি সন্দেহে ছাত্রী-সহ দুজনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুরের পালপাড়ায়। ভয়ে গ্রাম ছাড়ছেন গ্রামবাসীরা। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে মৃতের পরিবারকে। পুলিসকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

Updated By: Apr 4, 2012, 08:34 PM IST

ডাইনি সন্দেহে ছাত্রী-সহ দুজনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুরের পালপাড়ায়। ভয়ে গ্রাম ছাড়ছেন গ্রামবাসীরা। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে মৃতের পরিবারকে। পুলিসকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা। 
ডাইনি সন্দেহে তৃতীয় শ্রেণির ছাত্রী-সহ এক মহিলাকে হত্যার ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। নৃশংস এই হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রামপঞ্চায়েতের পালপাড়া গ্রামে। আতঙ্কে গ্রাম ছাড়ছেন বহু মানুষ। খুনের হুমকি দেওয়া হচ্ছে নিহত ফুলমনি হাঁসদার পরিবারের তিন সদস্যকে। ভয়ে গ্রামছাড়া হয়েছে ফুলমনি হাঁসদার পরিবারও। অভিযোগ, পুলিসকে জানানো সত্ত্বেও পুলিস কোনও ব্যবস্থা তো নিচ্ছেই না বরং দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি।
 
একই অভিযোগ মৃত চামেলি সরেনের পরিবারেরও। আতঙ্কে গ্রাম ছাড়তে হয়েছে তাঁদেরও। গ্রাম প্রধানের কাছে অভিযোগ জানালেও সমস্যার সমাধান হয়নি এখনও। ঘটনার পর এলাকায় পুলিস পিকেট বসানো হলেও  মঙ্গলবার সন্ধ্যের পর তা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। পুলিস প্রশাসনের এহেন আচরণ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। বুধবার এলাকায় যান সিপিআইএম বিধায়ক খগেন্দ্রনাথ সিংহ।  

.