মার্কস, লেনিন ছেড়ে গান্ধীজি, নেতাজি, স্বামীজির শরণাপন্ন সিপিআইএম!
লেনিন, স্তালিন, মার্কসের আদর্শের কচকচিতে আর চিঁড়ে ভিজছে না। পোস্টারে এবার গান্ধীজি, নেতাজি, স্বামীজির মতো দেশনায়কদের দ্বারস্থ সিপিআইএম। দেখেশুনে কেউ বলছেন, বহু বছর আগে সিপিআই যে পথে হেঁটেছিল, এতদিনে সেই ভারতীয়করণের পথে হাঁটল সিপিআইএম।
ব্যুরো: লেনিন, স্তালিন, মার্কসের আদর্শের কচকচিতে আর চিঁড়ে ভিজছে না। পোস্টারে এবার গান্ধীজি, নেতাজি, স্বামীজির মতো দেশনায়কদের দ্বারস্থ সিপিআইএম। দেখেশুনে কেউ বলছেন, বহু বছর আগে সিপিআই যে পথে হেঁটেছিল, এতদিনে সেই ভারতীয়করণের পথে হাঁটল সিপিআইএম।
আবার কারও কটাক্ষ, বিজেপির মোকাবিলায় জনসংযোগ যে বড় বালাই! কথায় কথায় মার্কস, লেনিন কোট করা মার্কসবাদী কমিউনিস্ট পার্টিতে এখন বদলের হাওয়া। নেতাজির জন্মদিন এখন সিপিআইএমের কর্মসূচিতে দেশপ্রেম দিবস। গান্ধীজির মৃত্যুদিনে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালনের সিদ্ধান্তও ঘোষণা করেছে আলিমুদ্দিন। বেনজির বদল প্রকাশ্যে চলে এল CPIM-এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সাম্প্রতিক একটি পোস্টারে। লেনিন, স্তালিন উধাও। জ্বলজ্বল করছে নেতাজি, গান্ধীজি আর স্বামীজির ছবি।
সর্বধর্ম সমন্বয়ের বার্তাবহ এই রামধুনের সঙ্গে নাম জড়িয়ে বাপু সেই কবে থেকেই জনপ্রিয় দেশে -বিদেশে। তবু সমালোচনায় একসময় সেই গান্ধীজিকেও রেয়াত করেনি মার্কসবাদীরা। অথচ আজ বেসুর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান-জার্মানির হাত ধরায় নেতাজিকে তোজোর কুকুর আখ্যা দিয়েছিল অবিভক্ত কমিউনিস্ট পার্টি। সেই মূল্যায়ণ যে ভুল ছিল, তা পরে স্বীকার করেন CPIM নেতারা। নেতাজির নবমূল্যায়নে এখন ব্যস্ত সেই মার্কসবাদীরাই।
স্বামীজির বন্দনায় মুখর হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিজেপি-আরএসএসের মোকাবিলায় এখন সেই স্বামীজিকেই হাতিয়ার করছে সিপিআইএম।
পথ দেখাল উত্তর ২৪ পরগনা। সোজা কথায় বাংলার সিপিআইএমে এখন ভারতীয়করণের ডাক।
দলীয় সূত্রের খবর, এমন পোস্টার এরপর দেখা যেতে পারে কলকাতা সহ বাংলার অন্য প্রান্তেও।