ফের শিল্পে তোলাবাজি, এবার সত্যম স্পঞ্জ আয়রন কারখানা

ফের তোলা আদায়ের অভিযোগ জামুড়িয়ায়। শ্যাম সেলের পর এবার স্পঞ্জ আয়রন কারখানা। মঙ্গলবার জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করে ইকরা শিল্পতালুকের সত্যম স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ। অভিযোগ, কারখানার মাল আনা নেওয়ার সময় লরি পিছু কুড়ি টাকা করে তোলা আদায় করা হয়।

Updated By: Jul 23, 2014, 09:24 AM IST
ফের শিল্পে তোলাবাজি, এবার সত্যম স্পঞ্জ আয়রন কারখানা

ইকরা: ফের তোলা আদায়ের অভিযোগ জামুড়িয়ায়। শ্যাম সেলের পর এবার স্পঞ্জ আয়রন কারখানা। মঙ্গলবার জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করে ইকরা শিল্পতালুকের সত্যম স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ। অভিযোগ, কারখানার মাল আনা নেওয়ার সময় লরি পিছু কুড়ি টাকা করে তোলা আদায় করা হয়।

হরিশঙ্কর চ্যাটার্জি, অরুণ আচার্য এবং মুক্তি চ্যাটার্জি নামে তিন ব্যক্তির বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তোলা আদায়ের নামে কারখানার ঠিকাদারদের লাগাতার হয়রানির মুখে পড়তে হয় বলে অভিযোগ। এমনকি তোলা নিয়ে ঝামেলার জেরে মাঝেমধ্যেই কারখানার উত্‍পাদন ব্যাহত হয় বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের।

 

.