শিমুলিয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় তল্লাসি চালাল এনআইএ

বর্ধমানের শিমুলিয়ার নিগনে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় বুধবার তল্লাসি চালায় এনআইএ। কারণ এই গ্রামেই বাড়ি খাগড়াকাণ্ডের অন্যতম অভিযুক্ত মহম্মদ ইউসুফের। সম্প্রতি সেই শাখায় কি ধরণের আর্থিক লেনদেন হয়েছে, সেসব পরীক্ষা করে দেখেন গোয়েন্দারা। দেখা যায় যে কেবল ইউসুফ নামেই ওই শাখায় আটচল্লিশটি অ্যাকাউন্ট রয়েছে।

Updated By: Oct 16, 2014, 12:04 PM IST
শিমুলিয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় তল্লাসি চালাল এনআইএ

বর্ধমান: বর্ধমানের শিমুলিয়ার নিগনে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় বুধবার তল্লাসি চালায় এনআইএ। কারণ এই গ্রামেই বাড়ি খাগড়াকাণ্ডের অন্যতম অভিযুক্ত মহম্মদ ইউসুফের। সম্প্রতি সেই শাখায় কি ধরণের আর্থিক লেনদেন হয়েছে, সেসব পরীক্ষা করে দেখেন গোয়েন্দারা। দেখা যায় যে কেবল ইউসুফ নামেই ওই শাখায় আটচল্লিশটি অ্যাকাউন্ট রয়েছে।

সেই সব অ্যাকাউন্টের তথ্য চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি মহম্মদ ইউসুফের স্ত্রী আয়েষা বিবির নামের সঙ্গে মিল রয়েছে, এরকম একুশটা অ্যাকাউন্ট রয়েছে সেখানে। সেগুলিরও তথ্য বিস্তারে চেয়ে পাঠিছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কারণ তাঁদের আশঙ্কা, শিমুলিয়ায় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেন হত এখান থেকেই

.