পাখা নেই, বেঞ্চ নেই তবু দিব্যি চলছে স্কুল
দিব্যি স্কুলের মাটিতে বসেই চলছে ক্লাস। তাও আবার জলপাইগুড়ি শহরে। অভিযোগ, সুনিতী বালা সদর বালিকা বিদ্যালয়ে প্রি-প্রাইমারির ছাত্রীদের মাটিতে প্লাস্টিক পেতে বসিয়ে ক্লাস করানো হচ্ছে। শুধু তাই নয়। ক্লাসরুমে কোনও পাখার ব্যবস্থাও নেই। এমনকি বিদ্যুতের তারগুলিও খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রতিবাদে শুক্রবার স্কুলের গেটে তাঁরা বিক্ষোভ দেখান।
ওয়েব ডেস্ক: দিব্যি স্কুলের মাটিতে বসেই চলছে ক্লাস। তাও আবার জলপাইগুড়ি শহরে। অভিযোগ, সুনিতী বালা সদর বালিকা বিদ্যালয়ে প্রি-প্রাইমারির ছাত্রীদের মাটিতে প্লাস্টিক পেতে বসিয়ে ক্লাস করানো হচ্ছে। শুধু তাই নয়। ক্লাসরুমে কোনও পাখার ব্যবস্থাও নেই। এমনকি বিদ্যুতের তারগুলিও খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রতিবাদে শুক্রবার স্কুলের গেটে তাঁরা বিক্ষোভ দেখান।
ঘটনাটি স্বীকার করেছেন স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক অভিজিত্ কুমার শাহ। তাঁর মতে, প্রাথমিক বিভাগে ক্লাসরুমের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই কোনও কোনও সময় ছাত্রীদের মাটিতে বসতে হচ্ছে। সমস্যার সমাধানের জন্য জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি লিখে বিশয়টি জানানো হয়েছে বলে জানান অভিজিতবাবু। তাঁর আশা, দ্রুত সমস্যা মিটে যাবে।