রবিবার রাতের বৈঠকে মুর্শিদাবাদ নিয়ে আলোচনা হল না
জোট আলোচনায় প্রথম থেকেই মুর্শিদাবাদের আসন রফা ঘুম কেড়েছে দু`পক্ষের নেতাদের । বৈঠকের পর বৈঠক হলেও মিটছে না সমস্যা। ২০১১ সালেও তৃণমূল জোটের বিরুদ্ধে নির্দল দাঁড় করিয়েছিলেন অধীর চৌধুরী। এবারও জট জটিলতা কাটা তো দূরের কথা, তা বেড়েই চলেছে।
ওয়েব ডেস্ক: জোট আলোচনায় প্রথম থেকেই মুর্শিদাবাদের আসন রফা ঘুম কেড়েছে দু'পক্ষের নেতাদের । বৈঠকের পর বৈঠক হলেও মিটছে না সমস্যা। ২০১১ সালেও তৃণমূল জোটের বিরুদ্ধে নির্দল দাঁড় করিয়েছিলেন অধীর চৌধুরী। এবারও জট জটিলতা কাটা তো দূরের কথা, তা বেড়েই চলেছে। ৭টি আসনে এখনও পর্যন্ত দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে খবর। তবে নিজেদের অবস্থানে অনড় রয়েছে আরএসপি। অনড় অধীরও। জোটের পক্ষে সওয়াল করলেও মুর্শিদাবাদের খুব বেশি আসন ছাড়তে তিনি নারাজ। রবিবার রাতের বৈঠকে অবশ্য সে বিষয়ে আলোচনা হয়নি। মুর্শিদাবাদ নিয়ে কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেবেন অধীর চৌধুরীই।