বর্ষার সঙ্গেই দেখা নেই ইলিশেরও
জুন মাসের দ্বিতীয় সপ্তাহ প্রায় শেষ। অথচ এখনো দেখা নেই বর্ষার। তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বর্ষার না আসায় দেখা নেই জলের রূপোলি শষ্যেরও। গরমে হাঁসফাস অবস্থার সঙ্গেই জীবিকায় টান পড়েছে হুগলির চকবাজার এলাকার মত্সজীবীদের। বর্ষার আশায় দিন গুনছেন তাঁরা।
জুন মাসের দ্বিতীয় সপ্তাহ প্রায় শেষ। অথচ এখনো দেখা নেই বর্ষার। তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বর্ষার না আসায় দেখা নেই জলের রূপোলি শষ্যেরও। গরমে হাঁসফাস অবস্থার সঙ্গেই জীবিকায় টান পড়েছে হুগলির চকবাজার এলাকার মত্সজীবীদের। বর্ষার আশায় দিন গুনছেন তাঁরা।
হুগলির চকবাজার এলাকায় বসবাস করেন প্রায় চারশো মত্স্যজীবী পরিবার। প্রত্যেক বছর বর্ষার হাত ধরে গঙ্গার মিষ্টি জলে আসে রূপোলী ইলিশের ঝাঁক। বর্ষার মরসুমে ইলিশ ধরে কিছুটা বাড়তি রোজগারের আশায় সারা বছর দিন গোনেন এই সব মত্স্যজীবীরা। কিন্তু এবছর তাঁদের সেই আশায় বাধ সেধেছে প্রকৃতি। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ কেটে গেলেও এখনো আসেনি বর্ষা। আবহাওয়া দফতর থেকে এখনও মেলেনি কোনও আশ্বাস। সংসার চালাতে কার্যত নাভিশ্বাস উঠছে মত্স্যজীবীদের। একে গঙ্গার নাব্যতা কমে গেছে তায় আবার এবছর ইলিশেরও দেখা নেই। সব মিলিয়ে দুবেলা দু মুঠো অন্ন জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে এই দিন আনা দিন খাওয়া মানুষগুলিকে।