মরসুমের প্রথম কালবৈশাখী ক্ষতির আশঙ্কা হুগলির আম চাষিদের মনে
বৈশাখের আগে কালবৈশাখী কাল হল হুগলির কৃষকদের। শিলা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা করছেন হুগলির বিস্তীর্ণ এলাকার আম চাষীরা। ধান এবং সব্জি চাষেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বলাগড়, পাণ্ডুয়া, পোলবা, দাদপুর, চুঁচুড়া ও মগরা--হুগলির এই সব এলাকা আম চাষের জন্য বিখ্যাত। এবছর আম গাছগুলিতে প্রচুর মুকুল এসেছিল। আশার আলো দেখেছিলেন আম চাষীরা। কিন্তু সে আশায় জল ঢেলে দিল বুধবারের বৃষ্টি। ফলন ভাল হবে কিনা, তা নিয়ে সংশয়ে আম চাষীরা।
ব্যুরো:বৈশাখের আগে কালবৈশাখী কাল হল হুগলির কৃষকদের। শিলা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা করছেন হুগলির বিস্তীর্ণ এলাকার আম চাষীরা। ধান এবং সব্জি চাষেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বলাগড়, পাণ্ডুয়া, পোলবা, দাদপুর, চুঁচুড়া ও মগরা--হুগলির এই সব এলাকা আম চাষের জন্য বিখ্যাত। এবছর আম গাছগুলিতে প্রচুর মুকুল এসেছিল। আশার আলো দেখেছিলেন আম চাষীরা। কিন্তু সে আশায় জল ঢেলে দিল বুধবারের বৃষ্টি। ফলন ভাল হবে কিনা, তা নিয়ে সংশয়ে আম চাষীরা।
বুধবার সন্ধ্যার টানা এক ঘণ্টার বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা করছেন ধান এবং সব্জি চাষীরাও।
আলু চাষে ক্ষতি হয়েছে। সেই ক্ষতি ধান আর সব্জি চাষে কিছুটা পুষিয়ে নেবেন বলে ভেবেছিলেন চাষীরা। কিন্তু চৈত্র শেষের কালবৈশাখী, ক্ষতির আশঙ্কাটা বাড়িয়ে দিল।