পঞ্চায়েত ভোট: বিজ্ঞপ্তি জারি, সর্বদল শনিবার

পঞ্চায়েত নিয়ে আশঙ্কার মেঘ কাটার পরদিন অর্থাত্‍ আজ বুধবার ভোটের প্রস্তুতি তুঙ্গে উঠতে চলেছে। আজ পঞ্চায়েত ভোটেক বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন। সর্বদল বৈঠক কবে হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারেও বলে মনে করা হচ্ছে।

Updated By: Jul 3, 2013, 09:22 AM IST

পঞ্চায়েত ভোট নিয়ে সর্বদলীয় বৈঠক হবে আগামী শনিবার। আশঙ্কার মেঘ কাটার পরদিন অর্থাত্‍ আজ বুধবার ভোটের প্রস্তুতি তুঙ্গে উঠতে চলেছে। আজ পঞ্চায়েত ভোটেক বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন। সর্বদল বৈঠক কবে হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারেও বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, গত ২৮ জুনের নির্দেশ অনুযায়ী আগামী ১১ জুলাই- ২৫ জুলাই পাঁচ দফাতেই পশ্চিমবঙ্গে ভোট করতে হবে৷ রমজান মাসে ভোট না করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে যে চারটি আবেদন জমা, সবগুলিই এ দিন খারিজ করে সুপ্রিম কোর্ট৷
গত ২৮ জুন বিচারপতি পট্টনায়ক ও বিচারপতি গগৈ -এর বেঞ্চ ১১ , ১৫ , ১৯ , ২২ ও ২৫ জুলাই এই পাঁচ দফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আয়োজনের জন্য নির্দেশ দিয়েছিল৷ রমজান মাস শুরুর আগে ভোট করতে হলে ১০ জুলাইয়ের মধ্যে শেষ করতে হত৷ কেন্দ্র জানায় ১১ তারিখের আগে আধা -সেনা মোতায়েন করা সম্ভব নয়৷ অথচ পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের মেয়াদ ফুরিয়ে গিয়েছে৷
সংবিধানের ২৪৩ (ই ) অনুচ্ছেদ অনুযায়ী , পঞ্চায়েত বোর্ডের মেয়াদ ৫ বছর পূর্ণ হলেই নতুন বোর্ডকে দায়িত্ব নিতে হবে৷ সংবিধানকে মান্যতা দিতেই আদালতের পক্ষে আর ভোট পিছনো সম্ভব নয়৷

.