চালক ও খালাসিকে কীটনাশক খাইয়ে হাইজ্যাক তেলের ট্যাঙ্কার

দুটি তেলের ট্যাঙ্কার হাইজ্যাক করল দুষ্কৃতীরা। ঠিক হিন্দি সিনেমার চিত্রনাট্যের মতো। চালক ও খালাসি মিলিয়ে চারজনকে বিষাক্ত কীটনাশক খাইয়ে বেহুঁশ করে পালায় দুষ্কৃতীরা। গতকাল রাতেই ওই চারজনকে উদ্ধার করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালে ভর্তি করা হলে মৃত্যু হয় একজনের। দুজনের অবস্থা আশঙ্কাজনক। ট্যাঙ্কার দুটির এখনও হদিশ পায়নি পুলিস। রাজস্থান থেকে ভোজ্য তেল নিয়ে কলকাতা যাচ্ছিল ট্যাঙ্কার দুটি। বর্ধমান পেরনোর পরেই ট্যাঙ্কার দুটি হাইজ্যাক করে দুষ্কৃতীরা। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পালিয়ে যায় তারা। দুষ্কৃতীদের খোঁজ করছে বর্ধমান জেলা পুলিস।

Updated By: May 19, 2015, 08:38 PM IST
চালক ও খালাসিকে কীটনাশক খাইয়ে হাইজ্যাক তেলের ট্যাঙ্কার

ব্যুরো: দুটি তেলের ট্যাঙ্কার হাইজ্যাক করল দুষ্কৃতীরা। ঠিক হিন্দি সিনেমার চিত্রনাট্যের মতো। চালক ও খালাসি মিলিয়ে চারজনকে বিষাক্ত কীটনাশক খাইয়ে বেহুঁশ করে পালায় দুষ্কৃতীরা। গতকাল রাতেই ওই চারজনকে উদ্ধার করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালে ভর্তি করা হলে মৃত্যু হয় একজনের। দুজনের অবস্থা আশঙ্কাজনক। ট্যাঙ্কার দুটির এখনও হদিশ পায়নি পুলিস। রাজস্থান থেকে ভোজ্য তেল নিয়ে কলকাতা যাচ্ছিল ট্যাঙ্কার দুটি। বর্ধমান পেরনোর পরেই ট্যাঙ্কার দুটি হাইজ্যাক করে দুষ্কৃতীরা। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পালিয়ে যায় তারা। দুষ্কৃতীদের খোঁজ করছে বর্ধমান জেলা পুলিস।

.