পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যাকে শ্লীলতাহানি দুই তৃণমূল নেতার
সরকারি প্রকল্প নিয়ে দাদাগিরি না মানায় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো তৃণমূলের ২ নেতার বিরুদ্ধে। বর্ধমানের কালনার বড়ধামাসের ঘটনা। গভীর রাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে আটকে রেখে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই কালনা থানায় স্থানীয় দুই তৃণমূল নেতা বনমালী মণ্ডল ও পরিতোষ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ উঠেছে পুলিসি নিষ্ক্রিয়তারও। অভিযোগ, সরকারি প্রকল্পের আওতাভুক্ত কারা এবং কাদের বাড়ি দেওয়া হবে তা তৃণমূল ঠিক করবে বলে দাবি করা হয়। সেই দাবি না মানায় তিন মহিলার ওপর সদলবলে দুই তৃণমূল নেতা হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ওয়েব ডেস্ক:সরকারি প্রকল্প নিয়ে দাদাগিরি না মানায় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো তৃণমূলের ২ নেতার বিরুদ্ধে। বর্ধমানের কালনার বড়ধামাসের ঘটনা। গভীর রাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে আটকে রেখে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই কালনা থানায় স্থানীয় দুই তৃণমূল নেতা বনমালী মণ্ডল ও পরিতোষ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ উঠেছে পুলিসি নিষ্ক্রিয়তারও। অভিযোগ, সরকারি প্রকল্পের আওতাভুক্ত কারা এবং কাদের বাড়ি দেওয়া হবে তা তৃণমূল ঠিক করবে বলে দাবি করা হয়। সেই দাবি না মানায় তিন মহিলার ওপর সদলবলে দুই তৃণমূল নেতা হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।