সিঙ্গুরের জমি ফেরত নিয়ে এটাই বললেন পার্থ চ্যাটার্জি
পুজো মিটতেই সিঙ্গুরের জমি ফেরত নিয়ে তত্পর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা একুশে অক্টোবরের আগেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সিঙ্গুরে প্রশাসনিক বৈঠকের পর একথা জানিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
ওয়েব ডেস্ক : পুজো মিটতেই সিঙ্গুরের জমি ফেরত নিয়ে তত্পর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা একুশে অক্টোবরের আগেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সিঙ্গুরে প্রশাসনিক বৈঠকের পর একথা জানিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তিনি বলেন, ইতিমধ্যেই পচাত্তর একর বাদ দিয়ে বাকি জমি পরিষ্কারের কাজ শেষ হয়েছে। একটি বাদে সরিয়ে নেওয়া হয়েছে কারখানার শেডগুলিও। ১৭ অক্টোবরের মধ্যে পচিশ একর জমি ফিরিয়ে দেওয়া হবে কৃষকদের। ২১ অক্টোবরের মধ্যে বাকি জমি ধাপে ধাপে ফেরানো হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন, আগামীকাল সারা বিশ্ব দেখবে রেড রোডে 'বিসর্জনের কার্নিভ্যাল'