বোর্ড গঠন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে
পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠল। সোমবার হুগলির বাতানল পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগে পুলিসকে সঙ্গে নিয়ে এক গোষ্ঠীর সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ উঠল অন্য গোষ্ঠীর বিরুদ্ধে।
পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠল। সোমবার হুগলির বাতানল পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগে পুলিসকে সঙ্গে নিয়ে এক গোষ্ঠীর সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ উঠল অন্য গোষ্ঠীর বিরুদ্ধে।
বাতানল পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২১টি। একটি নির্দল। পঞ্চায়েত সদস্য গিয়াউদ্দিন চান প্রধান হতে। এখানেই নাকি আপত্তি বিরোধী বাদল গুপ্ত, মদন পোরেল গোষ্ঠীর।
তাঁরা ওই আসনে বসাতে চান স্বপন সাধুখাঁকে। এই নিয়ে দ্বন্দ্ব। গিয়াউদ্দিনকে ঠেকাতে পুলিসকেও ব্যবহারের অভিযোগ উঠেছে বাদল গুপ্ত, মদন পোরেলদের বিরুদ্ধে।
অভিযোগ অবশ্য অস্বীকার করেছে গিয়া উদ্দিন বিরোধী গোষ্ঠী।