পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি কনস্টেবলকে

দুষ্কৃতী-রাজ। দুষ্কৃতীদের গুলিতে খুন পুলিসকর্মী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি কনস্টেবলকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। নিহত মহিষাদল থানার কনস্টেবল নবকুমার হাইত। ঘটনাস্থল কাপাসবেরিয়ার একচল্লিশ নম্বর জাতীয় সড়ক। গতরাতে হলদিয়াগামী রাস্তায়, একটি ব্রিজের মুখে দাঁড়িয়ে ছিল পুলিস পেট্রোলিংয়ের একটি জিপ। এই সময়ে কিছুদূরে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে তাদের ডাকেন কনস্টেবল নবকুমার হাইত। কিন্তু সাড়া দেওয়ার বদলে তারা পালানোর চেষ্টা করতেই, পিছু ধাওয়া করেন তিনি। এক যুবককে ধরেও ফেলেন। দুজনের মধ্যে ধ্বস্তাধস্তির সময়ে হঠাত্‍ পিস্তল বের করে নবকুমার হাইতের মাথায় গুলি করে ওই যুবক। পিস্তল ও হাতে থাকা একটি ব্যাগ ফেলেই পালিয়ে যায় সে। পরে সেই ব্যাগ থেকে উদ্ধার হয় দুটি বোমা। অন্য আরেক যুবকও পালানোর সময় এক রাউন্ড গুলি চালায়। তার হাতেও একটি ব্যাগ ছিল বলে পুলিসূত্রে খবর।       

Updated By: Jan 8, 2016, 11:44 AM IST
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি কনস্টেবলকে

ওয়েব ডেস্ক: দুষ্কৃতী-রাজ। দুষ্কৃতীদের গুলিতে খুন পুলিসকর্মী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি কনস্টেবলকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। নিহত মহিষাদল থানার কনস্টেবল নবকুমার হাইত। ঘটনাস্থল কাপাসবেরিয়ার একচল্লিশ নম্বর জাতীয় সড়ক। গতরাতে হলদিয়াগামী রাস্তায়, একটি ব্রিজের মুখে দাঁড়িয়ে ছিল পুলিস পেট্রোলিংয়ের একটি জিপ। এই সময়ে কিছুদূরে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে তাদের ডাকেন কনস্টেবল নবকুমার হাইত। কিন্তু সাড়া দেওয়ার বদলে তারা পালানোর চেষ্টা করতেই, পিছু ধাওয়া করেন তিনি। এক যুবককে ধরেও ফেলেন। দুজনের মধ্যে ধ্বস্তাধস্তির সময়ে হঠাত্‍ পিস্তল বের করে নবকুমার হাইতের মাথায় গুলি করে ওই যুবক। পিস্তল ও হাতে থাকা একটি ব্যাগ ফেলেই পালিয়ে যায় সে। পরে সেই ব্যাগ থেকে উদ্ধার হয় দুটি বোমা। অন্য আরেক যুবকও পালানোর সময় এক রাউন্ড গুলি চালায়। তার হাতেও একটি ব্যাগ ছিল বলে পুলিসূত্রে খবর।       

 

.