আইসক্রিমে বিষক্রিয়া, অসুস্থ ৫০ পড়ুয়া

আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৫০ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অসুস্থদের নদিয়ার হরিণঘাটা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে হাড়িপুকুরিয়া হাইস্কুলের কয়েকজন ছাত্রছাত্রী আইসক্রিম কিনে খায়। কিছুক্ষণ পর থেকেই তাদের পেটে ব্যথা, বমিসহ একাধিক উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে স্কুলের তরফে পড়ুয়াদের চিকিত্‍সার বন্দোবস্ত করা হয়।
চিকিত্‍সকদের অনুমান, খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিণঘাটার বিডিও। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বরফকলের বিরুদ্ধে।

English Title: 
Poisonated with ice-cream
Home Title: 

আইসক্রিমে বিষক্রিয়া, অসুস্থ ৫০ পড়ুয়া

No
4904
Is Blog?: 
No
Section: