ওয়েব ডেস্ক: রাজ্যে ফের আক্রান্ত পুলিস। এবার বিধায়কের সামনেই পুলিসকে মারধরের অভিযোগ। রাতে গোপনসূত্রে খবর পেয়ে অভিযুক্তকে ধরতে যায় সাঁকরাইল থানার পুলিস। গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সেইসময়ই বিধায়ক শীতল সদ্দারের উপস্থিতিতেই তার অনুগামীরা পুলিসের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় একজনকে আটক করেছে পুলিস।


আরও পড়ুন- দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় দুঃসাহসিক ডাকাতি!


উল্লেখ্য, ২০১৬ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসীন হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার দেখা যায় পুলিস প্রশাসনকে কড়া বার্তা দিতে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে দলনেত্রী মমতা একাধিকবার তাঁর দলের নেতা কর্মীদেরও সচেতন করে দিয়েছেন। কিন্তু তারপরও এ ধরনের ঘটনায় প্রশ্ন উঠে যাচ্ছে মুখ্যমন্ত্রীর সেই বার্তার বাস্তব প্রতিফলন নিয়ে।


আরও পড়ুন  জোটের ইতি? সামান্য হলেও একটু দরজা ফাঁক রাখল কংগ্রেস