জাল ওষুধ কাণ্ডে ২ অভিযুক্তের পুলিস হেফাজত
জাল ওষুধ কাণ্ডে ২ অভিযুক্তের পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। ১৮ মার্চ পর্যন্ত দুজনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়েব ডেস্ক : জাল ওষুধ কাণ্ডে ২ অভিযুক্তের পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। ১৮ মার্চ পর্যন্ত দুজনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
মেয়াদ উত্তীর্ণ ওষুধের তারিখ বদলে তাকে ফের বাজারে ছাড়া। এই কারবারে প্রিন্টিং প্রেসের মালিক পবন ঝুনঝুলওয়ালা এবং হোলসেলার রিনেশ সারোগিকে গ্রেফতার করে পুলিস। দুজনকে জেরা করে এই চক্রের বাকিদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। হাওড়ার বেলুড়ে রিনেশ সারোগির গোডাউনে আজ ফের তল্লাসি চালায় পুলিস।
আরও পড়ুন, সঞ্জয় রায়ের চিকিত্সা না করেই ভুয়ো বিল তৈরি করেছিল অ্যাপোলো
আরও পড়ুন, মৃত ওষুধ জ্যান্ত করার কারবার তদন্তে চাঞ্চল্যকর তথ্য