চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিসকর্তার ছেলের বিরুদ্ধে

গাড়ি চালানোকে কেন্দ্র করে চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক পুলিসকর্তার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত স্বাশিস, DIG উত্তরবঙ্গ শুভাশিস চ্যাটার্জির ছেলে। পুলিসকর্তার ছেলে অভিযুক্ত বলেই প্রথমে FIR নিতে চায়নি বালি থানা। পরে চাপে পড়ে খুনের অভিযোগ নিতে বাধ্য হয় পুলিস। কিন্তু  চালকের পরিবারকে FIR তুলে নিতে চাপ দিচ্ছেন খোদ পুলিসকর্তা। কারণ, স্বাশিস চ্যাটার্জি। বাবা ডিআইজি। নিজের গাড়িচালক সুদীপ্ত ঘোষকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

Updated By: Nov 13, 2015, 07:13 PM IST
 চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিসকর্তার ছেলের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: গাড়ি চালানোকে কেন্দ্র করে চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক পুলিসকর্তার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত স্বাশিস, DIG উত্তরবঙ্গ শুভাশিস চ্যাটার্জির ছেলে। পুলিসকর্তার ছেলে অভিযুক্ত বলেই প্রথমে FIR নিতে চায়নি বালি থানা। পরে চাপে পড়ে খুনের অভিযোগ নিতে বাধ্য হয় পুলিস। কিন্তু  চালকের পরিবারকে FIR তুলে নিতে চাপ দিচ্ছেন খোদ পুলিসকর্তা। কারণ, স্বাশিস চ্যাটার্জি। বাবা ডিআইজি। নিজের গাড়িচালক সুদীপ্ত ঘোষকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
সুদীপ্তর পরিবারের অভিযোগ, পুলিসকর্তার ছেলে অভিযুক্ত বলেই প্রথমে FIR নিতে চায়নি বালি থানা।
পরে চাপে পড়ে অভিযোগ নিতে বাধ্য হয় পুলিস। এর পরেই প্রভাব খাটাতে শুরু করেন পুলিসকর্তা।  অভিযোগ তুলে নিতে খোদ ডিআইজি শুভাশিস চ্যাটার্জি লাগাতার চাপ দেন বলে অভিযোগ।
এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন ডিআইজি উত্তরবঙ্গ। তাঁর দাবি,  মিথ্যে অভিযোগ করছেন সুদীপ্তর পরিবার।
মারধরের অভিযোগও অস্বীকার করেছে স্বাশিসের পরিবার। তাঁদের দাবি, পড়ে গিয়ে  চোট পেয়েছেন সুদীপ্ত। উল্টে কয়েক লক্ষ টাকা ধার নিয়েও সুদীপ্ত ফেরত দেননি, এমনই অভিযোগ করেছে স্বাশিসের পরিবার।
পুলিসকর্তার ছেলে বলে কি পেটাতে পারেন গাড়ির চালককে? পুলিসের ছেলে বলে কি পার পেয়ে যাবেন স্বাশিস?

 

.