রাজনৈতিক উত্তেজনা আরামবাগের তিরোলে
চার সিপিআইএম কর্মীর ওপর হামলার জেরে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল আরামবাগের তিরোলে।বুধবার সন্ধ্যায় পুইনগ্রামে এই চারজনকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।
চার সিপিআইএম কর্মীর ওপর হামলার জেরে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল আরামবাগের তিরোলে।
বুধবার সন্ধ্যায় পুইনগ্রামে এই চারজনকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। আক্রান্ত চারজনের মধ্যে নিখোঁজ ছিলেন শেখ কামাল হোসেন নামে এক সিপিআইএম কর্মী। আজ বেলা একটার সময় হদিশ মেলে তাঁর।তাঁকে মারধর করে তৃণমূল কংগ্রেস সমর্থকরা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন সিপিআইএম নেতারা।শেখ কামাল হোসেন জানিয়েছেন সকালে হামলাকারীদের হাত থেকে পালিয়ে আসেন তিনি। হামলায় জখম শেখ ময়নাকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা।বাড়িতেই চিকিত্সা চলছে শেখ ময়নার। তবে জখম মোল্লা এম বাবু এবং শেখ আয়ুধ আলিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিস।প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, মোল্লা এম বাবুকে এদিন বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। তারপর চায়ের দোকানে বসে থাকা বাকি তিনজনের ওপরও চড়াও হয় দুষ্কৃতীরা। তবে ঘটনার সঙ্গে তাঁদের কেউ জড়িত নন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতার।