মৃত মেয়ে বেঁচে ফিরল না, প্রণীতার দেহ নিয়ে গেল পুলিস
চব্বিশ ঘণ্টার খবরের জের। হাওড়ার পাঁচলার রঘুদেবপুরের প্রণীতার দেহ হাসপাতালে নিয়ে গেল পুলিস। চার দিন আগেই পাঁচ বছরের প্রণীতার ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় হাসপাতাল। কিন্তু, তিন দিন ধরে বাড়িতে মৃত মেয়েকে বুকে আগলে রাথেন মা-বাবা। তাঁদের আশা ছিল, ঈশ্বরের কৃপায় সুস্থ হয়ে উঠবে মেয়ে। মা-বাবা-র দাবি, হাসপাতাল থেকে ফেরার পথে তাঁরা মেয়ের গোঙানি শুনতে পান।
চব্বিশ ঘণ্টার খবরের জের। হাওড়ার পাঁচলার রঘুদেবপুরের প্রণীতার দেহ হাসপাতালে নিয়ে গেল পুলিস। চার দিন আগেই পাঁচ বছরের প্রণীতার ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় হাসপাতাল। কিন্তু, তিন দিন ধরে বাড়িতে মৃত মেয়েকে বুকে আগলে রাথেন মা-বাবা। তাঁদের আশা ছিল, ঈশ্বরের কৃপায় সুস্থ হয়ে উঠবে মেয়ে। মা-বাবা-র দাবি, হাসপাতাল থেকে ফেরার পথে তাঁরা মেয়ের গোঙানি শুনতে পান।
ভিডিও দেখুন: http://zeenews.india.com/bengali/videos/pranita-death-threat_2747.html
স্থানীয় এক চিকিত্সকও নাকি বলেন প্রণীতা বেঁচে রয়েছে। এরপর, হাওড়ার গাদিয়াড়ায় এক দেবস্থানে যায় প্রণীতার পরিবার। সেখানে নাকি বলা হয়, মেয়ে তিনদিনের মধ্যে বেঁচে উঠবে। তারপর থেকেই বাড়িতে প্রণীতাকে আগলে রাখেন তাঁর মা-বাবা। এই খবর চব্বিশ ঘণ্টায় সম্প্রচার হতেই উদ্যোগী হয় পুলিস। প্রণীতার দেহ উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।