ওয়েব ডেস্ক: ফের পণপ্রথার বলি এক গৃহবধূ। ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বর্ধমানের আউশগ্রাম থানার আসিন্দা গ্রামের ঘটনা। মৃত গৃহবধূর নাম চুমকি মাঝি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিরাটির শ্রীনগরে বাড়ি থেকে উদ্ধার মাঝবয়সী মহিলার রক্তাক্ত দেহ


মাস ছয়েক আগে কেতুগ্রাম থানার নারেঙ্গার বাসিন্দা চুমকির সঙ্গে বিয়ে হয় আসিন্দা গ্রামের বাপন মাঝির। চুমকির বাড়ির লোকের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য মানসিক ও শারীরিক অত্যাচার করা হত। সোমবার দুপুরে চুমকির বাড়িতে ফোন করে জানানো হয় চুমকি অসুস্থ হয়ে পড়েছে। পরিবারের লোকেরা গেলে তাঁরা চুমকির নিথর দেহ দেখতে পান। মৃতার মা কেতুগ্রাম থানায় মেয়েকে পণের দাবিতে খুনের অভিযোগ দায়ের করেছেন।


আরও পড়ুন শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে অবরোধ কাঁথির বাসন্তিয়া হাইস্কুলে