প্রথম পাহাড় সফরে গুরুংয়ের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

রাষ্ট্রপতি হওয়ার পর আজই প্রথমবার পাহাড়ে সফরে গিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বিমল গুরুংয়ের সঙ্গে প্রায় মিনিট কুড়ি একান্ত বৈঠক সারেন রাষ্ট্রপতি, এমনই খবর৷

Updated By: Nov 10, 2013, 06:19 PM IST

রাষ্ট্রপতি হওয়ার পর আজই প্রথমবার পাহাড়ে সফরে গিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ দার্জিলিঙে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পাহাড় সমস্যা নিয়ে কথা বললেন বিমল গুরুং। রাষ্ট্রপতি অনুরোধ করায় জিটিএ প্রধান হিসাবে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না মোর্চা সভাপতি। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেসব সুযোগ সুবিধা পায়, দার্জিলিংয়কেও যেন তা দেওয়া হয়, সে ব্যাপারে রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছেন বিমল গুরুং।
বিকালে দার্জিলিং রাজভবনে পৌঁছন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য আগে থেকেই রাজভবনে উপস্থিত ছিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে মোর্চা সভাপতির সঙ্গে রাষ্ট্রপতির। আগে থেকেই রাষ্ট্রপতিরর সাক্ষাত্‍ চেয়ে আবেদন জানানো হয়েছিল মোর্চার তরফে। রাষ্ট্রপতি হওয়ার পর আজই প্রথমবার পাহাড় সফরে দার্জিলিং এসেছেন প্রণব মুখোপাধ্যায়। দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলের ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে দুপুর দুটোয় যোগ দেন তিনি।

রাষ্ট্রপতির পাহাড় সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোর্চা সূত্রে জানা গিয়েছে, প্রণববাবুর সঙ্গে দেখা করার সুযোগ পেলে পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ড সম্পর্কে মোর্চার কী অবস্থান তা স্পষ্ট করবেন মোর্চা নেতারা।

.