পরিযায়ী পাখির চোরাশিকার ঠেকাতে উদ্যোগী বনদফতর
বাঁকুড়ায় পরিয়ায়ী পাখির চোরা শিকার ঠেকাতে এবার উদ্যোগী হল বনদফতর। নজরদারির পাশাপাশি এবার এলাকায় শুরু হল সচেতনতা শিবির।
ওয়েব ডেস্ক: বাঁকুড়ায় পরিয়ায়ী পাখির চোরা শিকার ঠেকাতে এবার উদ্যোগী হল বনদফতর। নজরদারির পাশাপাশি এবার এলাকায় শুরু হল সচেতনতা শিবির।
ওপারে বর্ধমানের পানাগড়। এপারে বাঁকুড়ার সোনামুখী। মাঝে দামোদরের চর। নরম রোদ গায়ে মেখে অলস স্রোতে ভেসে বেড়ানোর বিলাসিতার টানে প্রতি বছরই এখানে আসে পরিযায়ী পাখির
দল। শীতের সেই অতিথিরাই এখন বিপন্ন।কারণ, দামোদরের দুই পাড়ের গ্রামেই ইদানীং পরিযায়ীর মাংস রীতিমতো লোভনীয় পণ্য। এবার সক্রিয় হল বনদফতর।
বৃহস্পতিবার দামোদরের চর পরিদর্শনে আসেন বনকর্তারা। স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় পাখি শিকার রুখতে এলাকায় শিবিরও করেন তাঁরা।
পাখি শিকারের খবর দেখেই টনক নড়েছিল এলাকাবাসীর। বনদফতরের শিবির উসকে দিল অঙ্গীকার।
এলাকাবাসীর সহযোগিতা নিয়েই চোরাশিকার রুখতে অভিযান অব্যাহত রাখতে চায় বনদফতর।