দত্তপুকুর আতঙ্ক: দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদ, রেল লাইনের ধার থেকে উদ্ধার `প্রতিবাদী` ছাত্রের মৃতদেহ

দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। বারাসতের কাছে দত্তপুকুর ও বামুনগাছি মাঝামাঝি রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় ছাত্রের কাটা দেহ। মৃত ছাত্রের নাম সৌরভ চৌধুরী। ঘটনার খুনের অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিস।

Updated By: Jul 5, 2014, 11:21 AM IST

দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। বারাসতের কাছে দত্তপুকুর ও বামুনগাছি মাঝামাঝি রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় ছাত্রের কাটা দেহ। মৃত ছাত্রের নাম সৌরভ চৌধুরী। ঘটনার খুনের অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিস।

পুলিস জানিয়েছে ওই ছাত্রের বাড়ি বামুনগাছির কুলবেড়িয়া অঞ্চলে। সৌরভের পরিবার জানিয়েছে, গতকাল রাতে শ্যামল কর্মকার নামে এক দুষ্কৃতী চড়াও হয় সৌরভের ওপর। তাকে মারধরে করে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়।রাত থেকেই নিখোঁজ ছিল সৌরভ। পরিবারের তরফে জানা গেছে দিনকয়েক আগেই শ্যামল কর্মকার নামে ওই দুষ্কৃতীর অসামাজিক কাজের প্রতিবাদ করেছিল সৌরভ। সেই ঘটনার জেরেই সৌরভকে খুন করা হয়েছে বলে মনে করছেন ছাত্রের পরিবার।

.