তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বন্ধ তিস্তার সেতু তৈরির কাজ

Updated By: Aug 29, 2014, 12:41 PM IST
তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বন্ধ তিস্তার সেতু তৈরির কাজ

জলপাইগুলিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে গেল তিস্তার রেল ব্রিজ তৈরির কাজ। নির্মাণ কাজের মালবহনের দায়িত্ব কে পাবেন তা নিয়ে চরমে ওঠে দুপক্ষের সংঘর্ষ। জখম হয়ে হাসপাতালে ভর্তি এক তৃণমূল কর্মী। দোষীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

মালবহনের বরাত  পাওয়া নিয়ে  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বন্ধ তিস্তার সেতু তৈরির কাজ। বন্ধ  হয়ে রয়েছে আমবাড়ি থেকে ময়নাগুড়ি পর্যন্ত রেলের ডাবল লাইন সম্প্রসারনের কাজও। বুধবার থেকে চরমে ওঠে দুপক্ষের সংঘর্ষ।  পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিস ও আরপিএফ। আইনটিটিইউসির এক নেতা আবুবকর সিদ্দিকি অন্য গোষ্ঠীর হামলায় জখম হয়েছেন বলে অভিযোগ। জলপাইগুড়ি সদর হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। দলের ভিতরে কোন্দলের কথা মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

দোষ প্রমাণিত হলে দল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বিবাদমান দুই গোষ্ঠী একে অপরকে বরাত ছাড়তে নারাজ। ফলে কবে ফের রেল ব্রিজ তৈরির কাজ শুরু হবে তা এখনও অনিশ্চিত।

 

.