বনধকারীদের রেল রোকোতে বিঘ্নিত শিয়ালদহ দক্ষিণ ও হাওড়া শাখার ট্রেন চলাচল

শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। সকালে দক্ষিণ বারাসত-গোচারণ, মগরাহাট, হটর, তালদি, ঘুটিয়ারিশরিফ, সোনারপুর, চম্পাহাটি ও  তাহেরপুরে রেল অবরোধ করে বনধ সমর্থকরা। শিয়ালদহ মেইন শাখায় সোদপুর স্টেশনে রেল অবরোধ করেন বনধ সমর্থকরা। হাওড়া-খড়গপুর রুটে মেচেদা স্টেশনে রেল অবরোধ হয়েছে। আটকে গেছে হাওড়ামুখী জগন্নাথ এক্সপ্রেস। বর্ধমান-রামপুরহাট শাখায় রেল অবরোধ হয়েছে। নওদা স্টেশনে রেল অবরোধে আটকে হাওড়ামুখী বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার। আটকে সাহেবগঞ্জ লোকাল।

Updated By: Sep 2, 2015, 08:48 AM IST
বনধকারীদের রেল রোকোতে বিঘ্নিত শিয়ালদহ দক্ষিণ ও হাওড়া শাখার ট্রেন চলাচল

ওয়েব ডেস্ক: শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। সকালে দক্ষিণ বারাসত-গোচারণ, মগরাহাট, হটর, তালদি, ঘুটিয়ারিশরিফ, সোনারপুর, চম্পাহাটি ও  তাহেরপুরে রেল অবরোধ করে বনধ সমর্থকরা। শিয়ালদহ মেইন শাখায় সোদপুর স্টেশনে রেল অবরোধ করেন বনধ সমর্থকরা। হাওড়া-খড়গপুর রুটে মেচেদা স্টেশনে রেল অবরোধ হয়েছে। আটকে গেছে হাওড়ামুখী জগন্নাথ এক্সপ্রেস। বর্ধমান-রামপুরহাট শাখায় রেল অবরোধ হয়েছে। নওদা স্টেশনে রেল অবরোধে আটকে হাওড়ামুখী বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার। আটকে সাহেবগঞ্জ লোকাল।

দুর্গাপুর স্টেশনে রেল রোকো করতে গিয়ে আটক হলেন একশো দশজন বনধ সমর্থক। আজ বাম কর্মী সমর্থকরা মিছিল করে রেল রোকো করতে যান। তখনই তাঁদের আটক করা হয়।

ধর্মঘট সফল করতে বেশ কয়েকটি স্টেশনে রেল অবরোধের চেষ্টা করেন অবরোধকারীরা। বীরভূমের রামপুরহাটে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের সামনে বসে পড়েন কয়েকজন সিপিএম কর্মী। তাঁদের হঠিয়ে দেয় পুলিস। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে স্টেশন ম্যানেজারের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। পূর্ব মেদিনীপুরের মেচেদায় অবরোধে আটকে পড়ে হাওড়ামুখী মেচেদা এক্সপ্রেস। শিয়ালদহ দক্ষিণ ও মেইন শাখার একাধিক স্টেশনে সকালে রেল অবরোধের চেষ্টা হয়।

.