মহা মুশকিলে রেলের টিকিট পরীক্ষকরা!
মহা মুশকিলে রেলের টিকিট পরীক্ষকরা। বলতে গেলে একবারে ধর্মসঙ্কট অবস্থা। বিনা টিকিটের যাত্রী ধরলেই যাত্রীদের দাবি, কাউন্টারে খুচরো ছাড়া টিকিট দেয়নি। তাই বাধ্য হয়ে বিনা টিকিটে রেলে চড়া। ফাইন করলেও সেই পাঁচশ টাকার নোট। অতএব সমস্যা আর সমস্যা।
![মহা মুশকিলে রেলের টিকিট পরীক্ষকরা! মহা মুশকিলে রেলের টিকিট পরীক্ষকরা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/13/70253-tte13-11-16.jpg)
ওয়েব ডেস্ক: মহা মুশকিলে রেলের টিকিট পরীক্ষকরা। বলতে গেলে একবারে ধর্মসঙ্কট অবস্থা। বিনা টিকিটের যাত্রী ধরলেই যাত্রীদের দাবি, কাউন্টারে খুচরো ছাড়া টিকিট দেয়নি। তাই বাধ্য হয়ে বিনা টিকিটে রেলে চড়া। ফাইন করলেও সেই পাঁচশ টাকার নোট। অতএব সমস্যা আর সমস্যা।
আরও পড়ুন অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট
ঝাড়গ্রাম, খড়গপুর রেলস্টেশনের রেলের টিকিট কাউন্টারের কর্মীদের দাবি, টিকিট কিনতে এসে যাত্রীদের অধিকাংশ পাঁচশ, হাজার টাকার নোট দিচ্ছেন। ফলে অসুবিধে হচ্ছে। অসুবিধে যে হচ্ছে, তা হাড়ে হাড়ে বুঝছেন টিকিট পরীক্ষকরা। রেল কর্মীরা বলছেন পাঁচশ, হাজারের নোট নিষিদ্ধ হওয়ার পর টিকিট বিক্রিতেও কিছুটা প্রভাব পড়েছে।
আরও পড়ুন নোট বাতিল নিয়ে বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী