আতঙ্ক রেখেই স্বাভাবিক জীবন যাপনের পথে গাঙনাপুর

ধীরে ধীরে ছন্দে ফিরছে গাঙনাপুরের কনভেন্ট অব জিসাস অ্যান্ড মেরি স্কুল। আজ ক্লাস ওয়ান থেকে নাইনের বার্ষিক পরীক্ষার ফল বেরোল।  ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে আজ  স্কুলে যান অনেক অভিভাবক। সকলেই গণধর্ষণকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সরব হন।

Updated By: Mar 24, 2015, 08:51 PM IST
আতঙ্ক রেখেই স্বাভাবিক জীবন যাপনের পথে  গাঙনাপুর

ওয়েব ডেস্ক: ধীরে ধীরে ছন্দে ফিরছে গাঙনাপুরের কনভেন্ট অব জিসাস অ্যান্ড মেরি স্কুল। আজ ক্লাস ওয়ান থেকে নাইনের বার্ষিক পরীক্ষার ফল বেরোল।  ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে আজ  স্কুলে যান অনেক অভিভাবক। সকলেই গণধর্ষণকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সরব হন।

কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। মিডিয়ার ফোকাস থেকেও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গাঙনাপুরের কনভেন্ট অব জিসাস অ্যান্ড মেরি স্কুল। মঙ্গলবার থেকে স্কুলও ফিরতে শুরু করল তার চেনা ছন্দে। ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত বার্ষিক পরীক্ষার রেজাল্ট বেরোল। তবে এখনও কমেনি প্রতিবাদের আঁচ। দোষীদের গ্রেফতার, শাস্তির দাবিতে সরব  অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা।

 এখনও রয়েছে উদ্বেগ। এত কিছুর পরও এখনও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা।

.