ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামীর জামিন বাঁকুড়া আদালতে

ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলরের স্বামী বাপি চক্রবর্তীকে জামিন দিল বাঁকুড়া জেলা আদালত। গত ৮ জুন রাতে বাঁকুড়ার গোবিন্দনগরে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে বাপির বিরুদ্ধে। ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিস গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। 

Updated By: Jun 24, 2015, 09:55 AM IST
ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামীর জামিন বাঁকুড়া আদালতে

ওয়েব ডেস্ক: ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলরের স্বামী বাপি চক্রবর্তীকে জামিন দিল বাঁকুড়া জেলা আদালত। গত ৮ জুন রাতে বাঁকুড়ার গোবিন্দনগরে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে বাপির বিরুদ্ধে। ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিস গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। 

মহিলার লিখিত অভিযোগ ও পুলিসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার পরেরদিন বাপিকে গ্রেফতার করা হয়। আদালত তাঁকে ২৩ জুন পর্যন্ত হেফাজতের নির্দেশ দেয়। এদিকে বাপিকে গ্রেফতারের ঘটনায় বদলি হতে হয় বাঁকুড়া সদর থানার আইসি বিশ্বজিত্‍ সাহাকে। মঙ্গলবার বাপিকে ফের আদালতে তোলা হয়। হাজার টাকার বেল বন্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন বিচারক। বাপি নির্দোষ, তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি বাপির আইনজীবীর।

.