রানাঘাটের পর কাটোয়া, সত্তরোর্ধ মহিলাকে ধর্ষণ করে খুন
![রানাঘাটের পর কাটোয়া, সত্তরোর্ধ মহিলাকে ধর্ষণ করে খুন রানাঘাটের পর কাটোয়া, সত্তরোর্ধ মহিলাকে ধর্ষণ করে খুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/03/18/36054-rapekatwa.jpg)
রানাঘাটের ছায়া এবার কাটোয়ায়। কাটোয়ার অগ্রদ্বীপে সত্তরোর্ধ এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। অগ্রদ্বীপে মেলা উপলক্ষ্যে আখড়া বসেছিল ওই বৃদ্ধার বাড়িতে। আজ আখড়া থেকে কিছুদূরে বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিস।
রানাঘাটের গাঙনাপুরে ছিয়াত্তর বছরের সিস্টারকে গণধর্ষণ ঘিরে উত্তাল রাজ্য। তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। এবার ঠিক একই ধরনের নারকীয় ঘটনার পুনরাবৃত্তি বর্ধমানের কাটোয়ায়। পচাত্তর বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে অগ্রদ্বীপে। গত সোমবার থেকে অগ্রদ্বীপে চলছিল গোপীনাথের মেলা। ভিড় হয় লক্ষাধিক মানুষের। ওই বৃদ্ধার বাড়িতে বসেছিল সন্নাসী চরণ পালের আখড়া। ছিলেন তাঁর শিষ্যরা। মঙ্গলবার রাতে শেষবার ওই আখড়ায় দেখা গিয়েছিল বৃদ্ধাকে।
বুধবার সকালে গ্রামবাসীরা দেখেন, আখড়া থেকে কিছুদূরে বাঁশবাগানের পাশে তাঁর ক্ষতবিক্ষত, অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে। ঠিক পাশেই উদ্ধার হয় একটি প্যান্ট এবং একজোড়া জুতো। এ ঘটনায় মুখে কুলুপ পুলিস-প্রশাসনের। তাঁদের যুক্তি, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।