রেশনে কম চাল দেওয়ার অভিযোগে ডিলারের বাড়ি ভাঙচুর চালাল উত্তেজিত জনতা

রেশনে কম চাল দেওয়ার অভিযোগে ডিলারের বাড়ি ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। দক্ষিণ ২৪ পরগনার রামনগরের কড়াইবেড়িয়ার ঘটনা।  পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পলাতক অভিযুক্ত রেশন ডিলার। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। ক্ষোভ জমছিল স্থানীয় মানুষের। শনিবার সেই অভিযোগের আগুনে ঘি পড়ল। রামনগরের কড়াইবেড়িয়ার রেশন ডিলার সুকুমার কপাটের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। বাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রাপ্য চালের থেকে কম দিচ্ছিলেন রেশন ডিলার।

Updated By: May 7, 2016, 10:43 PM IST
রেশনে কম চাল দেওয়ার অভিযোগে ডিলারের বাড়ি ভাঙচুর চালাল উত্তেজিত জনতা

ওয়েব ডেস্ক: রেশনে কম চাল দেওয়ার অভিযোগে ডিলারের বাড়ি ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। দক্ষিণ ২৪ পরগনার রামনগরের কড়াইবেড়িয়ার ঘটনা।  পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পলাতক অভিযুক্ত রেশন ডিলার। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। ক্ষোভ জমছিল স্থানীয় মানুষের। শনিবার সেই অভিযোগের আগুনে ঘি পড়ল। রামনগরের কড়াইবেড়িয়ার রেশন ডিলার সুকুমার কপাটের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। বাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রাপ্য চালের থেকে কম দিচ্ছিলেন রেশন ডিলার।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস। উত্তেজিত জনতা পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখায়।  কিছুক্ষণ পরে পুলিসি আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে রেশন ডিলার সুকুমার কপাট অবশ্য পুলিস আসার আগেই এলাকা ছেড়ে বেপাত্তা হয়েছেন।

.