সিপিএমের অভিযোগে তড়িঘড়ি অনুষ্ঠান বাতিল করলেন মন্ত্রী

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল উদ্বাস্তু-ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী তথা মানিকচক কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্রের বিরুদ্ধে। অভিযোগ এনেছে সিপিএম। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, সরকারি সাহায্যপ্রাপ্ত ক্লাবদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছেন মন্ত্রী। 

Updated By: Mar 6, 2016, 12:59 PM IST
সিপিএমের অভিযোগে তড়িঘড়ি অনুষ্ঠান বাতিল করলেন মন্ত্রী

ওয়েব ডেস্ক: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল উদ্বাস্তু-ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী তথা মানিকচক কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্রের বিরুদ্ধে। অভিযোগ এনেছে সিপিএম। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, সরকারি সাহায্যপ্রাপ্ত ক্লাবদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছেন মন্ত্রী।  মালদা-মানিকচক রাজ্য সড়কে দুটি গেটও করা হয়েছে। যেখানে এই অনুষ্ঠানের বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।  বিজ্ঞাপনে মন্ত্রীর  ছবিও দেওয়া হয়েছে।

নির্বাচনী বিধি চালু হয়ে যাওয়ার পরে কোনও রকম দলীয় প্রচার সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া যায় না। সিপিএমের অভিযোগ সেই নিয়মকেই লঙ্ঘন করেছেন মন্ত্রী সাবিত্রী মিত্র। গোটা ঘটনা জানিয়ে জেলার নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের হয়। এরপরই তড়িঘড়ি অনুষ্ঠান বাতিল করা হয়। খুলে ফেলা হয় বিজ্ঞাপন দেওয়া দুটি গেটও।

.