নৌকাডুবিতে 'শান্তিপুর এখন মৃত্যুপুর', উদ্ধার ১৫ জনের দেহ
শান্তিপুর এখন মৃত্যুপুর। কালনার গঙ্গায় নৌকাডুবির ঘটনায় রাতভর তল্লাশিতে উদ্ধার আরও ১১ জনের দেহ। শনিবার রাতে দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত মোট ১৫ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৬ জন মহিলা ও এক শিশু।
![নৌকাডুবিতে 'শান্তিপুর এখন মৃত্যুপুর', উদ্ধার ১৫ জনের দেহ নৌকাডুবিতে 'শান্তিপুর এখন মৃত্যুপুর', উদ্ধার ১৫ জনের দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/16/55451-1shantipur.jpg)
ওয়েব ডেস্ক: শান্তিপুর এখন মৃত্যুপুর। কালনার গঙ্গায় নৌকাডুবির ঘটনায় রাতভর তল্লাশিতে উদ্ধার আরও ১১ জনের দেহ। শনিবার রাতে দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত মোট ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা। সকালে ফুলিয়ার বয়রাঘাটে আরও একটি দেহ ভাসতে দেখা যায়। NDRF ও জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধারকাজ চলছে। শনিবার রাতে দুর্ঘটনার পর থেকেই বেশ কিছু শিশু নিখোঁজের অভিযোগ ছিল। এখনও তাদের কোনও খবর নেই। উদ্ধারকাজে স্পিডবোট ও ক্রেন ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ প্রশাসনিক গাফিলতির জন্যই এই দূর্ঘটনা। উঠেছে শাসক গোষ্ঠীর তোলাবাজিরও অভিযোগ।