ওয়েব ডেস্ক: শ্রীরামপুরে সাত সকালে প্রকাশ্যে গুলি। নিহত ১। পুকুর দখলকে কেন্দ্র করে সমাজবিরোধীদের লড়াইয়ের জেরেই এই ঘটনা বলে মনে করছে পুলিস। নিহতের নাম শেখ সালাউদ্দিন। আজ সকালে শ্রীরামপুরের ছাই রোড এলাকায় গান্ধী সড়কে একটি মুদি দোকানের সামনে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ফিল্মি কায়দায় তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে পরপর তিনটি গুলি ছুঁড়ে পালায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শান্তিনিকেতনের অন্যতম পরিচয় খোয়াই ধীরে ধীরে ধ্বংসের মুখে


ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সালাউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সাকরা। রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডে একটি পুকুর দখলকে কেন্দ্র করেই এই ঘটনা বলে মনে করছে পুলিস। নিহত সালাউদ্দিনের নামেও একাধিক থানায় অভিযোগ রয়েছে।  


আরও পড়ুন  ব্যবসায়ী সমিতির ডাকে সোনারপুরে চলছে ধর্মঘট