হলদিয়া হাজির শ্রীরামপুরে, তৃণমূলের জুলুমে বন্ধ কারখানা

তৃণমূলের জুলুমবাজিতে এবার বন্ধ হতে বসেছে শ্রীরামপুরের রাজ্যধরপুরে একটি কারখানা। দূষণ ছড়াচ্ছে এই অভিযোগে গতকাল এই কারখানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান অসীম শীল। বিক্ষোভ দেখানোর নামে তৃণমূল নেতার নেতৃত্বে কারখানার ভিতরে ঢুকে কর্মীদের মারধর করা হয়। হেনস্থার শিকার হতে হয় কারখানার মালিককে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর রাতে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সহ তিনজনকে গ্রেফতার করে পুলিস।

Updated By: Nov 3, 2012, 09:18 PM IST

তৃণমূলের জুলুমবাজিতে এবার বন্ধ হতে বসেছে শ্রীরামপুরের রাজ্যধরপুরে একটি কারখানা। দূষণ ছড়াচ্ছে এই অভিযোগে গতকাল এই কারখানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান অসীম শীল। বিক্ষোভ দেখানোর নামে তৃণমূল নেতার নেতৃত্বে কারখানার ভিতরে ঢুকে কর্মীদের মারধর করা হয়। হেনস্থার শিকার হতে হয় কারখানার মালিককে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর রাতে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সহ তিনজনকে গ্রেফতার করে পুলিস। যদিও দুপুরের মধ্যে জামিনে মুক্তি পেয়ে গেছেন তিনজনই। ধৃতদের বিরুদ্ধে হামলা, কারখানার ভিতরে ঢুকে ভাঙচুর, মারধর সহ একাধিক গুরুতর অভিযোগ থাকলেও তাতে জামিন পেতে কোনও অসুবিধা হয়নি। পুলিসের বিরুদ্ধে মামলা লঘু করার অভিযোগ উঠেছে। কেন জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারখানার মালিকের বক্তব্য, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি রয়েছে তাঁর কাছে। তা সত্ত্বেও এভাবে হেনস্থার মুখে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন তিনি। এই পরিস্থিতিতে কারখানার ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

.