বারাসতে পুলিসের লাঠির ঘায়ে জখম বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং

বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বারাসতে। পুলিসের লাঠির ঘায়ে জখম বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিং। উল্টোদিকে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে পাঁচ মহিলা পুলিসকর্মীসহ আহত হয়েছে দশজন পুলিসকর্মী। এদিন আইন অমান্য কর্মসূচির আগে বারাসতের রথতলা মোড়ে সভা ছিল বিজেপির।

Updated By: Dec 17, 2015, 05:03 PM IST

ওয়েব ডেস্ক: বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বারাসতে। পুলিসের লাঠির ঘায়ে জখম বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিং। উল্টোদিকে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে পাঁচ মহিলা পুলিসকর্মীসহ আহত হয়েছে দশজন পুলিসকর্মী। এদিন আইন অমান্য কর্মসূচির আগে বারাসতের রথতলা মোড়ে সভা ছিল বিজেপির।

সভা শেষে আইন অমান্য কর্মসূচির জন্য ডিএম অফিসের দিকে এগোয় দলের মিছিল। পুলিসের তৈরি করা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। এরপর তাঁরা দ্বিতীয় ব্যারিকেডও ভাঙার চেষ্টা করেন। তখনই লাঠি চালায় পুলিস। এই সময় আহত হন সিদ্ধার্থ নাথ সিং। আহত হন কয়েকজন বিজেপি কর্মীও। ধস্তাধস্তিতে আহত হয়েছেন পাঁচ মহিলাপুলিকর্মী সহ দশজন পুলিসকর্মীও।

.