ভূমিকম্পে কাঁপল দক্ষিণবঙ্গ

ভূ-কম্পন অনুভূত হল রাজ্যের দক্ষিণাংশের বেশ কয়েকটি জেলায়। রবিরার সকাল ৬টা ৪৬ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পন অনুভূত হয় সুন্দরবন সহ দুই ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায়। অনেক জায়গাতেই কম্পনের জেরে পুকুরের জল ওঠানামা করছিল বলে খবর পাওয়া গিয়েছে। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বহু মানুষ। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৬.৫।

Updated By: Nov 11, 2012, 10:06 AM IST

ভূ-কম্পন অনুভূত হল রাজ্যের দক্ষিণাংশের বেশ কয়েকটি জেলায়। রবিরার সকাল ৬টা ৪৬ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পন অনুভূত হয় সুন্দরবন সহ দুই ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায়।
অনেক জায়গাতেই কম্পনের জেরে পুকুরের জল ওঠানামা করছিল বলে খবর পাওয়া গিয়েছে। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বহু মানুষ। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৬.৫। ভূমিকম্পটির কেন্দ্রস্থল মায়ানামার বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

.