'নায়ক যখন নেতা', জনতার দরবারে হিট না ফ্লপ, অপেক্ষায় সোহম
বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী অভিনেতা সোহম। টিকিট পেয়েই ছুটলেন নিজের কেন্দ্রে। নায়ককে হাতের কাছে পেয়েই ছেঁকে ধরল জনতা।
!['নায়ক যখন নেতা', জনতার দরবারে হিট না ফ্লপ, অপেক্ষায় সোহম 'নায়ক যখন নেতা', জনতার দরবারে হিট না ফ্লপ, অপেক্ষায় সোহম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/20/53817-9soham.jpg)
ওয়েব ডেস্ক: বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী অভিনেতা সোহম। টিকিট পেয়েই ছুটলেন নিজের কেন্দ্রে। নায়ককে হাতের কাছে পেয়েই ছেঁকে ধরল জনতা।
সেলুলয়েডের হিরো এখন রাজনীতির ময়দানে। সেখানেও পাবলিকের ভালবাসা কুড়োচ্ছেন তিনি। রুপোলি পর্দার ঝকঝকে নায়ককে একবার চোখের দেখা দেখতে হামলে পড়ছে ভিড়। মানুষের এই ভালবাসায় আপ্লুত রাজনীতির নতুন স্টার।
শুক্রবারের বক্স অফিস আর ভোটের দিনের ইভিএম, দুটো ক্ষেত্রেই ভরসা সেই জনতা জনার্দন। অতএব জনতারই জয়গান। লড়াইটা যে কঠিন, বিলক্ষণ বোঝেন। তবু ভরসা দিচ্ছে বাঁকুড়াবাসী। এত ভালবাসা জোড়া ফুলের ঝুলিতে ভোট হয়ে আসবে তো! অপেক্ষায় নায়ক নেতা।