মাকে কটূক্তি করায় প্রতিবাদ, মদ্যপদের হাতে প্রহৃত ছেলে

মায়ের উদ্দেশ্যে ক়টূক্তি করেছিল মদ্যপরা। প্রতিবাদ করায় ছেলেকে বেধড়ক মারধর করল তিন দুষ্কৃতী। মারধর করা হয় মহিলাকেও। অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিস। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বালুরঘাট শহরের কবিতীর্থপাড়ায়। রাতে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সাহেব কাছারি মোড় এলাকায় একটি পানের দোকানে দাঁড়ান তিনি।

Updated By: Apr 5, 2014, 06:13 PM IST

মায়ের উদ্দেশ্যে ক়টূক্তি করেছিল মদ্যপরা। প্রতিবাদ করায় ছেলেকে বেধড়ক মারধর করল তিন দুষ্কৃতী। মারধর করা হয় মহিলাকেও। অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিস। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বালুরঘাট শহরের কবিতীর্থপাড়ায়। রাতে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সাহেব কাছারি মোড় এলাকায় একটি পানের দোকানে দাঁড়ান তিনি।

সেই সময়েই পাশে বসে থাকা তিন মদ্যপ যুবক মহিলার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে। মায়ের সম্মানহানির প্রতিবাদ করে বি এ প্রথম বর্ষের ওই ছাত্র। তখনই চড়াও হয়ে তাকে মারধর করে তিন দুষ্কৃতী। বাধা দিতে এলে মারধর করা হয় মাকেও। রাস্তায় ফেলে দেওয়া হয় তাঁকে। এঘটনায় রাতেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন মা ও ছেলে। রাতেই শহরের হাটখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তিন দুষ্কৃতীকে। ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন জেলাশাসক নিজে।

.