দামাল ছেলের পাহারায় অসুস্থ মা হাতি, চিকিত্সা শুরু করতে পারেনি বন দফতর

চলে গেছে দলের অন্য সবাই। কিন্তু অসুস্থ মাকে ফেলে কি চলে যাওয়া যায়? যেতে পারেনি সন্তান। রাতভর পাহারা দিয়েছে মাকে। মাঝে মাঝেই তার চিত্কারে রাতের অন্ধকারে সচকিত গ্রামবাসীরা। সকালে উত্‍সাহী লোকেদের ভিড়। তবে মাকে ছেড়ে নড়বে না দামাল সন্তান।

Updated By: Feb 17, 2014, 11:20 PM IST

চলে গেছে দলের অন্য সবাই। কিন্তু অসুস্থ মাকে ফেলে কি চলে যাওয়া যায়? যেতে পারেনি সন্তান। রাতভর পাহারা দিয়েছে মাকে। মাঝে মাঝেই তার চিত্কারে রাতের অন্ধকারে সচকিত গ্রামবাসীরা। সকালে উত্‍সাহী লোকেদের ভিড়। তবে মাকে ছেড়ে নড়বে না দামাল সন্তান।

আলাদা করা যায়নি অসুস্থ মাকে। শুরু করা যায়নি চিকিত্‍সা। চোখে ঘুম নেই বন দফতরের। রাত জাগছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের খাঁড়ারি গ্রাম।খাঁড়ারি গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় রবিবার রাতেই অসুস্থ মা হাতিকে ফেলে রেখে চলে যায় দলের অন্যরা। সকালে গ্রামবাসীরা দেখতে পান মাটিতে শুয়ে অসুস্থ মা হাতি। তাকে পাহারা দিয়ে রেখেছে সন্তান। খবর পেয়ে আসেন বনকর্মীরা। চিকিত্‍সার জন্য মায়ের কাছেথেকে সন্তানকে আলাদা করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। হুলা পার্টির ছোড়া লাঠির ডগার আগুন লাগে পাহারাদার সন্তানের চোখে। এরপরেই খেপে গিয়ে গ্রামে তাণ্ডব চালায় সে। আহত হন দুই গ্রামবাসী।

তাণ্ডব চালিয়ে ফের মায়ের কাছে চলে যায় পাহারাদার ছেলে। কাউকে কাছে ঘেঁষতে দেবে না সে। তাহলে কীভাবে হবে মায়ের চিকিত্‍সা? বুঝতেপারছেন না বনাধিকারিক। মা অসুস্থ। ঘুম নেই সন্তানের চোখে। চিকিত্‍সা শুরু হয়নি অসুস্থ হাতির। ঘুম নেই বন দফতরের চোখে। ফের কি হামলা করতে পারে মায়ের দামাল ছেলে? আশঙ্কায় ঘুম নেই খাঁড়ারি গ্রামের বাসিন্দাদের।

.