কিডনি পাচারকারি চক্রের শিকার নিখোঁজ পুরসভার কর্মী, সন্দেহ পরিবারের
প্রায় দশ দিন ধরে নিখোঁজ উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া পুরসভার কর্মী লয়া হেলা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল গত মাসের ২৮ তারিখ সন্ধেবেলায়। মুড়ি কিনতে গিয়েছিলেন নোয়াপাড়া থানা এলাকার বাসিন্দা, বছর পঞ্চাশের হেলা দেবী। তার পর আর বাড়ি ফেরেন নি। পরিবারের লোকজন বহু জায়গায় ঘোরাঘুরি করেও কোনও তাঁর খোঁজ পাননি। থানায় অভিযোগ জানিয়েছেন। ভবানী ভবনেও গিয়েছেন। সেখানে গিয়েই তাঁরা জানতে পারেন, কিছুদিন আগে সমবয়সী এক মহিলা কিডনি পাচারকারীদের শিকার হয়েছিলেন। হেলাদেবীর বাড়ির লোকজনও মনে করছেন, তিনিও সম্ভবত কোনও কিডনি পাচারকারি চক্রের শিকার। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।
ওয়েব ডেস্ক: প্রায় দশ দিন ধরে নিখোঁজ উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া পুরসভার কর্মী লয়া হেলা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল গত মাসের ২৮ তারিখ সন্ধেবেলায়। মুড়ি কিনতে গিয়েছিলেন নোয়াপাড়া থানা এলাকার বাসিন্দা, বছর পঞ্চাশের হেলা দেবী। তার পর আর বাড়ি ফেরেন নি। পরিবারের লোকজন বহু জায়গায় ঘোরাঘুরি করেও কোনও তাঁর খোঁজ পাননি। থানায় অভিযোগ জানিয়েছেন। ভবানী ভবনেও গিয়েছেন। সেখানে গিয়েই তাঁরা জানতে পারেন, কিছুদিন আগে সমবয়সী এক মহিলা কিডনি পাচারকারীদের শিকার হয়েছিলেন। হেলাদেবীর বাড়ির লোকজনও মনে করছেন, তিনিও সম্ভবত কোনও কিডনি পাচারকারি চক্রের শিকার। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।