২৪ঘণ্টার খবরের জের, পরিচারিকাকে খুনের চেষ্টায় দায়ে গ্রেফতার সপুত্রক গৃহকর্ত্রী

অতিরিক্ত কাজ করতে না চাওয়ায় মুখে বালিশ চাপা দিয়ে পরিচারিকাকে খুনের চেষ্টা করল বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাকসাড়ায়। পরিচারিকার চিত্‍কারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে অভিযুক্ত বাড়ির মালিক, তাঁর স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিস। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিকের স্ত্রী ও তাঁর ছেলেকে।

Updated By: Oct 4, 2013, 09:01 PM IST

অতিরিক্ত কাজ করতে না চাওয়ায় মুখে বালিশ চাপা দিয়ে পরিচারিকাকে খুনের চেষ্টা করল বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাকসাড়ায়। পরিচারিকার চিত্‍কারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে অভিযুক্ত বাড়ির মালিক, তাঁর স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিস। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিকের স্ত্রী ও তাঁর ছেলেকে।
দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে মাত্র তিন দিন আগে হাওড়া বাকসাড়ার ফরিদপুর ব্লকে পরিচারিকার কাজ করতে আসে বছর বারোর ওই নাবালিকা। অভিযোগ, 
প্রথম থেকেই ওই নাবালিকাকে মারধর শুরু করেন বাড়ির মালিক শ্যামাপদ বর, স্ত্রী রীতা বর ও ছেলে রাজশেখর বর। ওই পরিচারিকাকে দিয়ে অত্যধিক কাজ করানো হোত বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। কাজ করতে না পারলেই জুটত মারধর। শুক্রবার সেই অত্যাচার চরমে পৌঁছয়। সকালে মারধরের পর বালিশ চাপা দিয়ে ওই পরিচারিকাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
 
পরিচারিকার চিত্‍কারে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এরপর তারাই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচারের পরই নড়ে চড়ে বসে পুলিস প্রশাসন। বয়ান নথিভুক্ত করতে নাবালিকাকে সাঁতরাগাছি থানায় নিয়ে যাওয়া হয়। তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস।  
 
 

.