হলদিয়া পেট্রোকেমিক্যালে রাজ্য সরকার নিজের ৪৯ শতাংশ শেয়ার বেচে দিচ্ছে

হলদিয়া পেট্রোকেমিক্যালে রাজ্য সরকার নিজের ৪৯ শতাংশ শেয়ার বেচে দিচ্ছে। শিল্পোন্নয়ন নিগমে আজ সেই প্রক্রিয়া শুরু হবে। ৩০ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত দরপত্র জমা পড়েছে। আজ সেই দরপত্র খোলা হবে। শেয়ার হস্তান্তর সংক্রান্ত বিশেষ কমিটির সদস্যরা ইতিমধ্যেই পৌঁছেছেন শিল্পোন্নয়ন নিগমের দফতরে।

Updated By: Oct 7, 2013, 12:32 PM IST

হলদিয়া পেট্রোকেমিক্যালে রাজ্য সরকার নিজের ৪৯ শতাংশ শেয়ার বেচে দিচ্ছে। শিল্পোন্নয়ন নিগমে আজ সেই প্রক্রিয়া শুরু হবে। ৩০ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত দরপত্র জমা পড়েছে। আজ সেই দরপত্র খোলা হবে। শেয়ার হস্তান্তর সংক্রান্ত বিশেষ কমিটির সদস্যরা ইতিমধ্যেই পৌঁছেছেন শিল্পোন্নয়ন নিগমের দফতরে।
সেই দলে রয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিদ্যুতমন্ত্রী মণীশ গুপ্ত, অর্থমন্ত্রী অমিত মিত্র ও পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যা জানা যাচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান অয়েল, গেল ও কেয়ন্সের মতো সংস্থা দরপত্র জমা দিয়েছে। রাজ্য সরকার শেয়ার হস্তান্তর নিয়ে কোনও বেস প্রাইজ রাখেনি। তবে পাঁচ বছর শেয়ার বিক্রি না করার শর্ত রাখা হয়েছে।

.