রাজ্যে ঝড়বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১১

উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রাত থেকেই শুরু হয়েছে ঝড়বৃষ্টি। বৃষ্টি হচ্ছে পাহাড়েও। রাজ্যের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। শুধু মুর্শিদাবাদেই বাজ পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে।

Updated By: Apr 7, 2012, 02:03 PM IST

উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রাত থেকেই শুরু হয়েছে ঝড়বৃষ্টি। বৃষ্টি হচ্ছে পাহাড়েও। রাজ্যের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। শুধু মুর্শিদাবাদেই বাজ পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতেও। মালদার চাঁচলে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। ইংরেজবাজারে শিলাবৃষ্টিতে একজন মারা গিয়েছেন। লাগাতার ঝড়বৃষ্টিতে মালদায় প্রায় তিনহাজার কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলায় গতকাল রাত থেকে ঝড়বৃষ্টি শুরু হয়। মালদায় আম চাষে প্রায় দুকোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয়ের পর বারো ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারি ত্রাণ সাহায্য মেলেনি বলে অভিযোগ জানিয়েছেন অনেকে। প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। মালদার বিস্তীর্ণ অংশ বিদ্যুত্হীন হয়ে পড়েছে। বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান সাংসদ মৌসম বেনজির নূর। 
সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রার পারদও। উত্তর দিনাজপুরে ভোররাত থেকেই  শুরু হয়েছে বৃষ্টি।  চোপড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘরহারানো বাসিন্দারা বৃষ্টিতে বেশ সমস্যায় পড়েছেন।

.