পাহাড়ে অনির্দিষ্ট কালের বন্ধ ডেকেও পিছু হঠল মোর্চা
পাহাড়ে অনির্দিষ্ট কালের বনধ ডেকেও পিছু হঠল গোর্খা জনমুক্তি মোর্চা। মিরিক থানার ওসির বদলির দাবিতে পাহাড়ে এই বনধের ডাক দেওয়া হয়েছিল। মিরিকে জিএনএলএফ সমর্থকদের সঙ্গে মোর্চার সংঘর্ষ থামাতে আজ লাঠিচার্জ করে পুলিস। তারপরেই মিরিক থানার ওসির বদলির দাবিতে সরব হয় মোর্চা নেতৃত্ব। ওসিকে বদলির জন্য সোমবার সন্ধে ছটা পর্যন্ত সময়সীমা দিয়ে অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহার করে নেওয়া হয়।
পাহাড়ে অনির্দিষ্ট কালের বনধ ডেকেও পিছু হঠল গোর্খা জনমুক্তি মোর্চা। মিরিক থানার ওসির বদলির দাবিতে পাহাড়ে এই বনধের ডাক দেওয়া হয়েছিল। মিরিকে জিএনএলএফ সমর্থকদের সঙ্গে মোর্চার সংঘর্ষ থামাতে আজ লাঠিচার্জ করে পুলিস। তারপরেই মিরিক থানার ওসির বদলির দাবিতে সরব হয় মোর্চা নেতৃত্ব। ওসিকে বদলির জন্য সোমবার সন্ধে ছটা পর্যন্ত সময়সীমা দিয়ে অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহার করে নেওয়া হয়।
আজ মিরিকের সৌরিনিতে মোর্চা ও জিএনএলএফ সংঘর্ষ হয়। সৌরিনিতে দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলার প্রস্তুতি নিচ্ছিলেন জিএনএলএফ সমর্থকরা। অভিযোগ, মোর্চা সমর্থকরা সেই কার্যালয়ে হামলা চালায়। জিএনএলএফ সমর্থকদের তাঁরা মারধর করেন বলেও অভিযোগ। জিএনএলএফ সমর্থকরা পাল্টা সংঘর্ষের পথে গেলে উত্তেজনা ছড়ায়।
মিরিক থানার পুলিস লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিএনএলএফ সমর্থকদের অভিযোগ, সুবাস ঘিসিংয়ের পাহাড়ে যাওয়া আটকাতেই পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালাচ্ছে মোর্চা সমর্থকরা। সৌরিনিতেই সুবাস ঘিসিংয়ের পৈত্রিক বাড়ি।