মারধরে অসুস্থ স্কুলছাত্র, অভিযোগ বারুইপুর হাইস্কুলের পার্শ্বশিক্ষিকার বিরুদ্ধে

শিক্ষিকার মারধরে অসুস্থ স্কুলছাত্র। অভিযোগ বারুইপুর হাইস্কুলের পার্শ্বশিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ, ক্লাস সেভেনের ওই ছাত্রকে  কঞ্চি দিয়ে মারধর করেন। শুধু তাই নয়, টানা চার ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রাখেন তাকে। স্কুলের শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে স্কুলছাত্র। পরিবারের তরফে জানানো হয়েছে, চলতি মাসের উনিশ তারিখ ভূগোল পরীক্ষার সময় নকলের চেষ্টার জন্য ওই ছাত্রকে ধরে ফেলেন শিক্ষক।

Updated By: Aug 30, 2016, 01:18 PM IST
মারধরে অসুস্থ স্কুলছাত্র, অভিযোগ বারুইপুর হাইস্কুলের পার্শ্বশিক্ষিকার বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: শিক্ষিকার মারধরে অসুস্থ স্কুলছাত্র। অভিযোগ বারুইপুর হাইস্কুলের পার্শ্বশিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ, ক্লাস সেভেনের ওই ছাত্রকে  কঞ্চি দিয়ে মারধর করেন। শুধু তাই নয়, টানা চার ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রাখেন তাকে। স্কুলের শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে স্কুলছাত্র। পরিবারের তরফে জানানো হয়েছে, চলতি মাসের উনিশ তারিখ ভূগোল পরীক্ষার সময় নকলের চেষ্টার জন্য ওই ছাত্রকে ধরে ফেলেন শিক্ষক।

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে

শাসন করে ছেড়ে দেওয়া হয় তাকে। এরপর স্নায়ু সমস্যার কারণে কয়েকদিন স্কুলে যেতে পারেনি ছাত্রটি। সোমবার স্কুলে গেলে নকলের কথা জানতে পারেন পার্শ্বশিক্ষিকা শর্মিষ্ঠা মণ্ডল। এরপরেই তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন  শ্রী লেখা এবং আঁকা

.