রাজ্যের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা কমিশনের: সুব্রত মুখার্জী

মামলা চলাকালীন ফের রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্যের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা করছে রাজ্য নির্বাচন কমিশন। তাঁর প্রশ্ন, আর কত নমনীয় হবে রাজ্য সরকার? মামলা চলাকালীন পঞ্চায়েতমন্ত্রীর এই মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তাঁর দাবি, কমিশন মামলা লড়ায় সরকারি টাকার অপব্যবহার হচ্ছে। তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিব মানুষ।

Updated By: Apr 7, 2013, 12:36 PM IST

মামলা চলাকালীন ফের রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্যের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা করছে রাজ্য নির্বাচন কমিশন। তাঁর প্রশ্ন, আর কত নমনীয় হবে রাজ্য সরকার? মামলা চলাকালীন পঞ্চায়েতমন্ত্রীর এই মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তাঁর দাবি, কমিশন মামলা লড়ায় সরকারি টাকার অপব্যবহার হচ্ছে। তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিব মানুষ।
অন্যদিকে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে সংঘাত অব্যাহত। শুরু থেকেই কমিশনের এই দাবি পত্রপাঠ নাকচ করে দিয়েছে রাজ্য সরকার। পত্রযুদ্ধ থেকে আইনি লড়াই। পঞ্চায়েত ভোট নিয়ে সংঘাত আদালতে গড়ালেও, কমিশনও নিজেদের অবস্থান থেকে সরেনি। ফলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে দুপক্ষের অনড় অবস্থানের জেরেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা বেড়ে চলেছে।

.