মহানায়িকা চলে গেলেন, শৈশবের স্মৃতি রয়ে গেল বোলপুরে

বোলপুরের ভূবনডাঙার খোলা মাঠে অনেক স্মৃতি ছোট্ট রমার। বোলপুরের এই গাঁয়েই শৈশব একটা অংশ কেটেছে মহানায়িকার। এখানেই বাড়ি কেনেন তাঁর বাবা করুণাময় দাশগুপ্ত। মহানায়িকার প্রয়ানের পর সেই ছোট্ট রমার স্মৃতিই ফিরে ফিরে আসছে তার সাথীদের মনে।

Updated By: Jan 18, 2014, 12:35 PM IST

বোলপুরের ভূবনডাঙার খোলা মাঠে অনেক স্মৃতি ছোট্ট রমার। বোলপুরের এই গাঁয়েই শৈশব একটা অংশ কেটেছে মহানায়িকার। এখানেই বাড়ি কেনেন তাঁর বাবা করুণাময় দাশগুপ্ত। মহানায়িকার প্রয়ানের পর সেই ছোট্ট রমার স্মৃতিই ফিরে ফিরে আসছে তার সাথীদের মনে।

বোলপুরের ভূবনডাঙা। লালমাটির এই অজ গাঁয়ের সঙ্গে জড়িয়ে আছে রমার শৈশব। এই মেয়েই যে একদিন মহানায়িকা হবে তা কী স্বপ্নেও ভেবেছিলেন পাড়াপড়শিরা? বোলপুরের ভূবনডাঙায় এই বাড়ি কিনেছিলেন মহানায়িকার বাবা করুণাময় দাশগুপ্ত। পরে ছেলেরা বিক্রি করে দেয় সেই বাড়ি। মহানায়িকার প্রয়ানে তাই শোকস্তব্ধ ভূবনডাঙা। সুচিত্রা সেন নয়,তাদের স্মৃতিতে যে এখনও উজ্জ্বল ছোট্ট রমা। সে স্মৃতি কী ভোলা যায়?

.