তৃণমূল হঠাও, রাজ্য বাঁচাও, এ কাজে দলমত নির্বিশেষে সবাইকে জোট বাঁধার ডাক সূর্যকান্তর
ভোটপ্রচারে রামধনু-লড়াই। মুখ্যমন্ত্রীর গলায় রামধনু জোট কটাক্ষ। লক্ষ্য বিরোধীরা। আর বিরোধী দলনেতাও বলছেন, সেই রামধনু জোটের কথাই। তাঁর টার্গেট তৃণমূল। জোরদার জোট-তরজা। দক্ষিণ দিনাজপুরে সূর্যকান্ত মিশ্রের কর্মিসভা থেকে উঠে এল সেই ছবিই। ভোটের উত্তাপ বাড়িয়ে জমে উঠছে জোট তরজা। বৃহস্পতিবার গঙ্গারামপুরে দলের কর্মিসভার মঞ্চে সেই ইস্যু তুললেন সূর্যকান্ত মিশ্র। জোড়া টার্গেট তৃণমূল-বিজেপি। একেবারে আম আদমির ভাষায় বিঁধলেন শাসক দলকে।
ওয়েব ডেস্ক: ভোটপ্রচারে রামধনু-লড়াই। মুখ্যমন্ত্রীর গলায় রামধনু জোট কটাক্ষ। লক্ষ্য বিরোধীরা। আর বিরোধী দলনেতাও বলছেন, সেই রামধনু জোটের কথাই। তাঁর টার্গেট তৃণমূল। জোরদার জোট-তরজা। দক্ষিণ দিনাজপুরে সূর্যকান্ত মিশ্রের কর্মিসভা থেকে উঠে এল সেই ছবিই। ভোটের উত্তাপ বাড়িয়ে জমে উঠছে জোট তরজা। বৃহস্পতিবার গঙ্গারামপুরে দলের কর্মিসভার মঞ্চে সেই ইস্যু তুললেন সূর্যকান্ত মিশ্র। জোড়া টার্গেট তৃণমূল-বিজেপি। একেবারে আম আদমির ভাষায় বিঁধলেন শাসক দলকে।
তৃণমূল হঠাও, রাজ্য বাঁচাও। স্লোগান ওঠে মঞ্চ থেকেই। একাজে ফের দলমতনির্বিশেষে সবাইকে জোট বাঁধার ডাক দেন সূর্যকান্ত মিশ্র। এদিন যেন সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন, টোয়েন্টি-টোয়েন্টির মারকুটে ফর্মে। দলের জন্য, লড়াইয়ের মন্ত্র। তৃণমূল কর্মীদের উদ্দেশেও ছিল তাঁর বিশেষ বার্তা। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস, অনুন্নয়ন থেকে বিরোধীদের ওপর হামলা, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। একের পর এক ইস্যুতে সরব হন সূর্যকান্ত মিশ্র। জেলায় ভোট-প্রচারের চড়া সুর এদিন বেঁধে দিয়ে গেলেন তিনিই।